হোমনা সরকারি কলেজ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন টিএনও জনাব আলাউদ্দিন সাহেব সর্বপ্রথম উদ্যোগ নেয়। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্য নেয়। কলেজটি প্রতিষ্ঠার পেছনে যারা ভূমিকা রাখেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন, ইউনিয়ন চেয়ারম্যান মরহুম রফিকুল ইসলাম দুলাল, জনাব সিরাজুল ইসলাম, মরহুম আব্দুল মোমেন, জনাব ইসহাক সাহেব, বাবু চন্দন লাল রায় ও তার পরিবার। প্রথমে কলেজটি হোমনা সরকারি স্কুলের পাশে, পরে বর্তমান হোস্টেলে বর্তমান স্থানটি গণেশ নাথের পুকুর ছিল। এখানে ১৯৭১ সালে পাকিস্থানবাহিনী অগণিত লাশ ফেলে যায়। যাদের পরিচয় জানা যায়নি। ১৯৯০ সালে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নিত করেন। এই কলেজটি প্রতিষ্ঠার পেছনে তৎকালীন প্রিন্সিপাল আব্দুল হাকিম সহ প্রথম পর্যায়ের শিক্ষক হাবিবুর রহমান, মনোয়ার হোসেন, খুর্শিদুজ্জামান, দোলোয়ার হোসেন, আব্দুল গণি ভুঞা, সৈয়দ মো. তৌহিদুজ্জামান, জয়নাল স্যার সহ এলাকার ছাত্র-ছাত্রীরা বিশেষ ভূমিকা পালন করেন। ২০১৮ সালে কলেজটি সরকারি হয়। এলাকার মানুষের সুশিক্ষার মান নিশ্চিত হয়। আজও পর্যন্ত হোমনা সরকারি কলেজটি হোমনা মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজ। মানুষের কাঙিক্ষত প্রত্যাশা পূরণ করে হাজার হাজার ছাত্র-ছাত্রী উন্নত পড়াশোনার সুযোগ পাচ্ছে।